কেউ কেউ আচার আচরনে একটু ভিন্ন
ঠিক নাস্তিক নয়, প্রকৃতির সাধনায় মগ্ন;
কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যস্ত থাকে না
আবার ধর্মীয় অনুভুতিকে অবহেলাও করে না ।


অন্যায় অত্যাচারের বিচার ত হতে হবে
মানুষের আদালতে সঠিক বিচারের গ্যারান্টি কে দেবে?
ধর্মের বিচার একালে হবে না, সে ত পরকালে পাবে
প্রকৃতির বিচার একালেই হবে, শাস্তি আজ নয়ত কালই দেবে।


চারদিকে এত অন্যায় আর মানুষের দীর্ঘশ্বাস
ধর্ম কিংবা আদালত কোথাও নেই আশ্বাস;
নারী নির্যাতন, ধর্ষণ, খুন, জখম, মামলা, হামলা
আর কত কি? শুধু বাকি আছে খুলে দিতে গায়ের চামড়া।


মুখের খাবার কেড়ে নেয়ে, নিস্পাপ বাচ্চার
তাদের দানেই মহিমান্বিত হয় ধর্মীয় সব আচার;
প্রকৃতির নীরব দর্শন আর বিচারের রায়
এ জীবনেই হবে, বুঝবে না কি কারনে এমনটা হয়।


মানুষের সম্পদ আর মুখের অন্ন গ্রাস
ক্ষমতার দম্ভ দুদিন পরেই হবে হ্রাস;
অসুখে পরে বিনাশ হবে পাপের অর্জিত আয়
নয়তো অসুখী জীবন আর নির্ঘুম রাত, হায় হায় ।


প্রকৃতি কাইকেই ছাড়ে না, নিয়ম একটা
শাস্তি পেতেই হবে, অন্যায় যতটা;
প্রকৃতির শক্তি, যে নামেই ডাকো
হয়তো বা আল্লাহ, বিধাতা, ঈশ্বর মনে মনে আকো।


অক্টোবর ২০. ২০১৭