-সরদার আরিফ উদ্দিন


একাকীত্বের কোন মানে নেই মানি
যন্ত্রণাগুলি কেবল আমিই জানি;
নিজ গৃহে পরবাসী থাকি
কষ্টের সীমানায় নিজের ছবি আকি;


আমি আমাতেই থাকি দিনের পর দিন
বেঁচে থেকেও মরে থাকি প্রতিদিন;
আপন ভাবনা আপন নেই ত আর
প্রশ্নের নেই উত্তর আমি আসলে কার;


রক্তের ঘামে আর ত্যাগের জলে তৈরি ঘর
আমি পরবাসী, আমিই সেখানে পর;’
পরাজিত জীবনের স্বাদ, অনুভবে নিত্য
ভাগ্য মানি বা না মানি এটাই আসল সত্য;


কয়লার আগুনে পোড়ে মাংসের কাবাব
পরবাসীর হৃদয় পোড়ে, নেই কোন জবাব;
জীবনের পাথওয়ে ত ঠিক এমন নয়
জানি না কেন আমার জীবনেই এমন হয় ;


সবার মাঝেই আমার আকার, কিন্তু নিরাকার
ঘুমিয়ে স্বপ্ন দেখি যদি শুরু করা যেত আবার;
নিজ গৃহে ফিরতে চাই, একটাই ইচ্ছে
আর হবে না ফিরা, ভাবনাগুলোই মিছে ।


অক্টোবর ২৭ , ২০১০