মানুষের প্রতি কোন অভিমান নেই আমার
মোটামুটি একই চরিত্র দেখি সবার;
ধর্ম কর্ম এবং অন্যায় একই সাথে চলে
এটাই নাকি নিয়ম সবাই বলে ।


পৃথিবীর প্রতি কোন অভিমান নেই আমার
রাজনীতির নামে চলছে অন্যায় অত্যাচার;
ধর্মের নামে মারামারি, কাটাকাটি
ওদিকে আবার সাম্রাজ্যবাদ আর যুদ্ধবাজদের ফাটাফাটি।


দেশের প্রতি কোন অভিমান নেই আমার
নষ্ট রাজনীতিবিদের দখলে, দেশ নেই আমার কিংবা তোমার;
দামাল ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ
চারদিকে শুধু লুণ্ঠন, ভাগবাটোয়ারা, চলছেতো বেশ।


পরিবারের প্রতি কোন অভিমান নেই আমার
সৎ থাকো, ভাল মানুষ থাকো, উপদেশ ছিল হাজারবার;
নষ্টদের ভিরে টিকে থাকা দায়
পারিবারিক শিক্ষাটা ভুল ছিল, অধিকার হয় না আদায়।


তাই নিজের জীবনের প্রতি যত অভিমান আমার
নষ্টদের সাথে চলতে পারি না, হোঁচট খাই বারবার;
কেন জন্মেছিলাম তবে, লাভ হোল কার
কষ্ট আর অভিমানে একেকটি দিন কোনরকমে করি পার।


ডিসেম্বর  ০২.১২.২০১৭
কক্সবাজার