দেশে দেশে যুদ্ধ হয়
সীমানার জন্য যুদ্ধ
রাজনৈতিক কারনে যুদ্ধ
আধিপত্য বিস্তার কিংবা ধর্মীয় উন্মাদনার যুদ্ধ।


নিজের সাথে যুদ্ধ হয়?
এটাকে কি যুদ্ধ বলে?
কেন নিজের সাথে যুদ্ধ করতে হয়?
কেন অবিরাম বোঝাপড়া চলে?


চোখে কিছু দেখি না
কানে কিছু শুনি না
মুখেও কিছু বলি না
এসব না পারলে, যুদ্ধও থামে না।


বোঝাপড়ার শেষ হয় না;
দিনটা কোন ভাবে কাটলেও
রাতে তার হিসেব মেলে না;
আম জনতার হিসেব কেউ রাখে না।


ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টেকনাফ, কক্সবাজার