স্বাধীন ভূখণ্ডেই আছি
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি
ইচ্ছেনুযায়ী , যেমন তেমন বলে সুখ পাচ্ছি
নিজের মত করে প্রতিনিয়ত লিখেই যাচ্ছি ।


মিথ্যের চাঁদরে ঢাকা প্রতিদিনের বসবাস
স্বাধীনতার অহংকারের সুবাতাস
প্রতারনার ইটে গাথুনি দিয়ে গড়া আবাস
ডিপ্লোম্যাসির আঁচরে শুভেচ্ছা বিনিময় একরাশ।


জীবন চলছে, জীবনের মত করে
ঘুষের বাজারে বানিজ্য করে ফেরে;
মসজিদে হাজিরা দিয়ে, দানের বাক্স যায় ভরে
দ্বৈত চরিত্রের প্রান খোলা হাসি ঝরে ঝরে পরে।


অপেক্ষায় থাকা ভ্রুনে নুতন প্রজন্ম
প্রশ্নবোধক নাড়ি প্যাঁচানো জন্ম;
ফলাফলের উত্তর চায় প্রসব বেদনায় নারী
অসভ্য রাজনৈতিকের জন্য, একটি শমন জারী ।

যুদ্ধের সীমানা ছাড়িয়ে যায়, রাজনৈতিক ভূখণ্ড
হারিয়ে গেছে জীবন দর্শনের মানদণ্ড;
অতল গহ্বরে খুঁজে ফেরা জীবন শুদ্ধ
অবিরাম চলে নিজের সাথেই যুদ্ধ।


জানুয়ারি ১৯, ২০১৮
কক্সবাজার