মাঝে মাঝে বিড় বিড় করে কথা বলি
ঘুরে বেড়াই অচেনা গলি;
আনমনে গেয়ে উঠি গানের কলি
নিজেকে নিজে পাগল বলি।


সবার এমন হয় কিনা জানি না
আমাকেও এমনটা মানায় না;
কেন এমন করি নিজেও জানি না
নিজেকে অসুস্থও মনে হয় না ।


কি বলতে চাই, কাকে বলতে চাই
বলার মত কাউকে না পাই;
যে ছিল সে আজ আর নাই
সাবধানে কথা বলতে পারি না তাই।


আমার কোন মুখোশ নাই
সোজা সাপটা বলে ফেলে তাই;
ডিপলোম্যাটিক জ্ঞান একেবারেই নেই
অপছন্দের মানুষ সবার কাছে তাই।


লোক দেখানো কাজে অভ্যেস নেই
নিজের কাছে ফাঁকি দেয়ার সুযোগ নেই;
নিজের স্বার্থটা আদায় করতে না চাই
মান্ধাতের আমলের মানুষ আমি তাই।


নিজের সাথে কথা বলে কোন লাভ নাই
আমিও জানি সেটাই;
এছাড়া অন্য কোন উপায়ও নাই
গ্রিভেন্স ভেন্তিলেসনের পথ একটাই।


ডিসেম্বর ২৭, ২০১৭
কক্সবাজার