মাথা ভর্তি অচেনা জগত
নোনা জলে ভেজা চোখ
সহস্র জঞ্জালে ভরে আছে সময়ের পাটাতন
ত্রিসীমায় শূন্যতার চেতনা


দৃশ্যত পরাজিত সময়ের ক্যানভাস
ঘরের এক কোনে


তাপে তাপে অনুতাপে
অনুভূতির আগমন দলে দলে


মনোহরী দোকান, যেন বা
থরে থরে সাজানো পণ্য
স্পর্শ, কম্পন, দগদগে ঘা, দহনে পোড়া চিন্থ
সুখো স্মৃতির ছটাকী স্পন্দন


মেঘের উন্মাদনা নেই, ঘর্ষন নেই
অথচ, ফাঁকা বজ্রপাতের আর্তনাদ


সহস্র লেনা দেনার
ঘর ভর্তি কাগজ, ফাইলের স্তুপ
জ্ঞান চর্চার আলমিরা ভর্তি বইয়ের গৌরব
ধারালো নখের আচর, ঘরের দরোজায়, বইয়ের কভার পেজে


মূলত, এক জীবন
কলঙ্ক এবং কালিমালিপ্ত


সময়ের হাত ধরে অবশেষে, মুক্তির আস্বাদনে সিক্ত


মার্চ ২১, ২০২৩ রাত ১০টা
চর মন্তাজ, পটুয়াখালি