অনেকের অশ্রু বুকে নিয়ে
মহাসাগর হতে চাইনি আমি;


অনেক মানচিত্র বুকে ধারন করে
পৃথিবীর বাসিন্দা হতে চাইনি কোন কালে।


অনেক জীবনের ধংসস্তুপে রঙিন
জীবনের কল্পনা করিনি কখনো।


কেবল একটি অশ্রু দিয়ে গড়া মানচিত্রের
ক্ষুদ্র কুটিরে বসবাসের নিশ্চয়তা চাই।


[নোটঃ আসরে প্রকাশিত কোন এক কবিতা দ্বারা দারুনভাবে প্রভাবিত। কবিতা ও কবির নাম মনে করতে পারছি না]


জানুয়ারি ১৭, ২০১৮
কক্সবাজার