অবশেষে মেনেই নিলাম
একটি ব্যর্থ জীবনকে স্বাগতম;
তুমি তাকালে, শুরু হোল, একসাথে দীর্ঘ সময় গেল
অবশেষে শেষ দিনটি চলেই এলো।


কোন ব্যর্থ প্রেমের গল্প নয়
বিরহে কাতরও নয়;
চুল্লীতে ফুটছে জল, আমি ও আমার নিয়তি
তোমাকে কাছে রাখার নেই সঙ্গতি।


চেতনে অবচেতনে, আমার ফিরে ফিরে আসা চক্রাকারে
শীতল রক্তের হিম ঘরে;
পদতলে কাটার মত হৃদয়ে তীক্ষ্ণ হুল
নদীর ভাঙ্গন একূল ছাপিয়ে অকূল।


উপেক্ষার উপমা, উদাহরন প্রদর্শন
নির্লজ্জ পরাজয়ে হারায় আকর্ষণ;
অগ্নিদাহে, কুণ্ডলিতে ধোঁয়া অন্ধকার
অনুভব আর মুগ্ধতার জ্বরে, উঠে বিকার।


শরীরের মর্মস্থলে ছিঁড়েখুঁড়ে নির্মমতা
হেরে যাওয়া জীবনের চরম বাস্তবতা;
ছিন্নপাতা উপড়ে পড়ে মাটিতে
মেনেই নিলাম, জীবন এগিয়ে চলুক কষ্টেতে ।


মার্চ ১০, ২০১৮
কক্সবাজার