মেয়েটিকে আমি চিনি কিন্তু দেখিনি
তাকে নিয়ে এখনও খুব বেশী ভাবিনি;
মনে হয় খোলা চুলে অপরূপা হবে
মুক্তা ঝরা হাসিতে অন্যকে জয় করবে।


ভাবনা গুলো ফিরে ফিরে আসে
যদি একটু বসতো এসে পাশে;
যদি হাত বোলাত আমার ঝাঁকড়া চুলে
একটু না হয় রেগেই যেতো, লুকিয়ে আদর দিলে।


আমি না হয়, মেনেই নিতাম অপেক্ষা
এখন না পাই, একদিন তো পাব যত ইচ্ছা;
না হয় কিছু আবদার করতো, নাক ফুলিয়ে
আমি তো দিতেই চাই, একূল ওকুল ভাসিয়ে।


মেয়েটি কি খুব ভাব গম্ভীর নাকি আলাপি
সত্যিই সুখী, নাকি সুখের আভায় গোলাপি;
চেনা হয়নি, কথা শুনে মনে হয় পানি ঝর্না
শুধু তার নামটি জানি, দেবী অপর্ণা ।


২৯.০৯.২০১৭