ওদের আর আমাদের
অনেক ব্যবধান;
দূর হবার নয়
প্রকৃতি অবাক তাকিয়ে রয় ।


ওদের কষ্ট আমরা দেখি
ওরা কষ্টের মধ্যেই বেড়ে উঠে;
আমরা অনুভবের চেষ্টা করি মাত্র
মাঝে মাঝে আমাদের উপস্থিতি নিমিত্ত।


রাতের একাকীত্বে
যা অস্বাভাবিক;
দিনের আলোয় তা স্বাভাবিক
নিরন্তর ছুটে চলা বৈষয়িক।


কষ্টের বাস্তবতায় নিরহঙ্কার
প্রবাহমান জীবনের অস্তিত্ব;
চাওয়া না-চাওয়া
কিছ মানুষের রাজনৈতিক খেয়াল মাত্র।


মে ১৯, ২০১৮
কক্সবাজার