অধীনে থাকার যন্ত্রণা থেকে
অধীনে রাখার নির্লজ্জ উল্লাস তৈরি হয়;
অধীনে থাকার পরাধীনতা থেকে
পরাধীন মানুষ দেখার স্বপ্ন তৈরি হয়।


ঘরের ভেতর পরাধীন মানুষ
বাইরে উড়ায় স্বাধীনতার ফানুস ;
অধীনে থাকার কষ্ট মনে রেখে
অন্যকে কষ্টে রেখে মজা দেখে থাকে।


চলন বলনে আধুনিকতা
মেনে চলে শিষ্টাচার, ভদ্রতা;
প্রকাশভঙ্গিতে সঠিক বিচারিক নিশ্চয়তা
ভেতরে পোষণ করে প্রতিশোধের নগ্নতা ।


মুক্তির গন্ধে জীবনের অনন্যতা
নিয়ন্ত্রনহীন আচরণের হিংস্রতা;
শেকলে মোড়া ভাবনার হীনমন্যতা
দিনশেষে খুঁজে পায় একাকীত্বের মগ্নতা।


মুক্তি মেলে না এক জীবনে
ক্ষতগুলো জ্বলজ্বলে অস্তিত্বের পাটাতনে;
আর ফেরা হবে না, ফেরার পথ রুদ্ধ
মনঃবৈকল্যে অবরুদ্ধ।


এপ্রিল ২৬, ২০১৮
কক্সবাজার