সময়ের কোন অস্তিত্ব নেই
ভবিষ্যত, বর্তমান, অতীত, প্রহেলিকা
নাট্যমঞ্চের দৃশ্য পরিবর্তন
অনন্তকাল, প্রবাহিত বিবর্তন।


সম্পর্কের প্রয়োজন এবং
প্রয়োজনের সম্পর্ক থাকা;
সময়ের মোড়কে আবর্তন দিগন্ত রেখা,
শেষ থেকে শুরু আবার শুরুতেই দৃশ্যপট আঁকা ।


জীবন শেকলের ভার ভরশুন্য
একে অপরের নিরবিচ্ছিন্ন তারতম্য;
ছুটে চলা পথিকের অর্জন খুব সামান্য
সম্রাটের সিংহাসন, বহিরাবরণ অনন্য।


মানবপ্রেম স্বার্থের অতুরঘর
দিনের শেষে একে অপরের পর;
দর্শক নন্দিত দৃশ্য রক্তহীন
একটি দিনও কাটে না দগ্ধবিহীন।


আকাঙ্ক্ষার সুতো মেঘে মেঘে ভাসে
প্রবীণ, এক্সিট লাউঞ্জে বসে ফোকলা দাঁতে হাসে;
ইচ্ছেগুলো পায়ে পায়ে ঘোরে
প্রেমবিহীন পৃথিবী গুমরে গুমরে কেঁদে মরে।


এপ্রিল ২২, ২০১৮
কক্সবাজার