দায়বদ্ধতার সীমানা আঁকা যায় ?
কেনা বেচা করা যায়?
ভালবাসায় দায়বদ্ধতা থাকে? কিংবা রক্ত সম্পর্কে ?
জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, কোনটা কার আগে কিংবা কে বড় ছোট?
দায়বদ্ধতা কি উপরমুখি কিংবা নিম্নমুখী হতে পারে?
কোথায় থাকে? জিহ্বায় নাকি অন্তরে??


এত প্রশ্নের উত্তর জানা নেই
কেবল দায়বদ্ধতার শিকার হতে পারি
দগ্ধ হতে পারি, মেনে নিতে পারি,
সিমানাহীন দায়বদ্ধতায় জ্বলতে পারি
বিদ্রোহী মনটাকে বশে রাখতে পারি, আবার
দায়বদ্ধতা এবং জবাবদিহিতা গুলিয়ে ফেলতে পারি।


ক্ষমতাহীন জবাবদিহিতা, আর
একপাক্ষিক দায়বদ্ধতা, একই কথা;
কেউ কেউ বলে ম্যাট্রিক্স জবাবদিহিতা নাকি আধুনিকতা
নানা রঙয়ে ঢঙ্গয়ে ভনিতা;
আধুনিকতা উত্তর প্রজন্মের, উন্মুক্ত বক্ষের উচ্ছলতা
সামাজিক কারাগারে অক্ষমতার স্বাধীনতা ।


স্বার্থশ্রেণী মানুষের অবিভাজিত গতিশীলতা
শেকর উপড়ানো জবাবদিহিতা;
স্থুল কাঠামোয় ভেংচি কাটে আজন্মের দায়বদ্ধতা
খুবই কম চাওয়া, প্রেমিক প্রেমিকার কাছে থাকার নিশ্চয়তা
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অমীমাংসিত দায়বদ্ধতা !!!!

মার্চ ০৫, ২০১৮
কক্সবাজার