কিছু শাস্তি প্রাপ্য
অবধারিত
নিরধারিত
জানোতো!!

তবে আর পাশে কেন এসো
কেন অবলীলায় আমার সাথে হাসো
কেন আমার সাথেই মিশো
কেনইবা করছো নিজেকে নিঃস্ব

তোমাকে কাছে দেখতে চাই
নিঃশ্বাসের কাছেই পাই
আবার ভাবি আমার সাথে জড়াতে নাই
অন্তহীন একযন্ত্রনায় নিজেকে ভাবাই

অমীমাংসীত কথোপকথোনে
আমি আমাকেই হারাই

জুলাই ২০, ২০১৯
কক্সবাজার