আকাঙ্ক্ষার সাথে সময়ের দ্বন্দ্ব
জীবনের পরতে পরতে নানা ছন্দ;
পেরিয়ে যাওয়া সময়ের বেরসিক চাহনি
মরণাপন্ন আকাঙ্ক্ষাগুলো বেঁচে উঠতে শেখেনি ।


সময়ের আকাঙ্ক্ষা, অসময়ের প্রেম
সমাজ কাঠামোয় বাস্তবতার ফ্রেম;
জীবনের সজীবতায় খা খা বিরান
লাইফ সাপোর্টে জীবন কাটে, থাকে না শুধু প্রান ।


সময়ের প্রেম, অসময়ের আকাঙ্ক্ষা
সমাজনীতির বিভাজিত মনের  সুরক্ষা;
চোখের জলে পুনর্জন্মের অপেক্ষা
যাপিত জীবনের শুধুই নিয়ম রক্ষা ।


অসীম ক্ষমতার মানুষ
নিজের খেয়ালে সসীমতা;
ইচ্ছের শেকলে বন্দী মানবতা
ভাবনায় জড়ানো সীমাবদ্ধতা ।


আকাঙ্ক্ষিত প্রেম, অনাকাঙ্ক্ষিত হয়
ইচ্ছে এবং দ্বিধার জয় পরাজয়;
শ্রেষ্ঠত্বের অহংকারে ভূলুণ্ঠিত প্রেম
ইহকাল পেরিয়ে, পরকাল দুর্জয় ।


মে ১৯, ২০১৮
কক্সবাজার