তাকে কল্পনায়  খুব কাছে পাই;
নিঃশ্বাসের শব্দ শুনি
শরীরের ঘ্রানে আচ্ছন্ন হই;
উষ্ণতায় ওম পাই
চোখের নীল সাগরে হারিয়ে যাই ।


কল্পনায় তার স্পর্শ অনুভব করি ;
লোমকূপগুলো সতেজ হয়
শিরদাঁড়া টন টন করে;
শিরায় শিরায় রক্তের দোলা বাড়ে
চোখে চোখ রেখে তাকিয়ে দেখি প্রান ভরে ।


হারিয়ে যাই কাশবনের আড়ালে;
হাতে হাত, অনুভবে খুব কাছে
গাঁয়ে লেপটে থেকে হৃদয়ের তাপে;
রক্ত লাল ঠোঁটের ওমে মন পোড়ে
ফিরে যেতে হয়, অসভ্য সময় সব নেয় কেড়ে ।


বাস্তবে তার কাছেই থাকি, অনুভবে থাকি না;
নিত্যদিনের কাজের ব্যস্ততা
লড়াই আর টিকে থাকার বাস্তবতা
দিনের বেলায় আলোর ইতস্ততা
তাকে আর পাই না, জীবনের নিস্তব্দতা ।


ডিসেম্বর  ২৫, ২০১৭
কক্সবাজার