চায়ের কাপে চুমুক শেষে
সিগেরেটের অপেক্ষা;
দুচোখ বুজে স্বপ্ন দেখবো বলে
ঘুমের অপেক্ষা।


রাতের আধারটা করছে
ভোরের অপেক্ষা;
কালো আকাশে মেঘের ছায়া
রংধনুর অপেক্ষা।


মেহেদি রঙে রাঙিয়ে দিব বলে
হাতের অপেক্ষা;
একটি রক্তলাল শাড়ি কিনেছি
তোমার জন্যই অপেক্ষা।


জীবন সমুদ্রে অশান্ত মন
শান্তির অপেক্ষা;
তপ্ত রোদে হাটতে হাটতে ক্লান্ত দেহ
শীতল ছায়ার অপেক্ষা।


খুব সুখে হাসবো বলে
একটি দিনের অপেক্ষা;
অপ্রিয় জীবনের সমাপ্তি ঘটবে বলে
মৃত্যুর অপেক্ষা।


জানুয়ারি ২০, ২০১৮
কক্সবাজার