পৃথিবীতে সত্য বলে কিছু নেই
সকল সত্যই অর্ধসত্য;
এখন পর্যন্ত মৃত্যুই কেবল, একমাত্র সত্য
বাকি সব সত্যের কাছাকাছি, কিংবা অর্ধসত্য।


সম্পর্কের সত্যতা, সময়ের কাছে পরাজিত
নিঃস্বার্থ ভালবাসা, ইউতোপিয়ায় জর্জরিত.


কালো হয়ে উঠে সাদা, মেরুদণ্ড হয় দাঁত
কুকুর কামড়ানো ছেঁড়ে দেয়, মানুষের ভয়ে কুপোকাত ।


বিবেকের ফুটো দিয়ে লাভার অগ্নি ঝড়ে পড়ে
জীবন্মৃত লাশের গাঁয়ে নখের আঁচড়  ক্রমাগতই বাড়ে.


গবেষণাগারে পিতল স্বর্ণ হয়
প্রকৃতির সব আয়োজন মিথ্যে প্রমাণিত রয়।


২৫ বছরের হিমায়িত ভ্রুনে মানব শিশুর জন্ম
১৫ লক্ষ রোহিঙ্গা উদবাস্ত, জন্মের পাপ ঘিরে রাখে আজন্ম;


কিছু ভালবাসা থাকে স্বার্থহীন
না পেয়ে কেটে যায় প্রতিদিন ।


নিশ্চিত আনন্দগুলো থাকে যন্ত্রণার কারাগারে
সমান এবং সমতার লড়াই চলে ঘরে বাইরে;


বিবেক চাঁদ পরিবর্তন হয় মরণ চাঁদে
চরম সত্যগুলো, অর্ধসত্য হয়ে কাঁদে।


এপ্রিল ০৫, ২০১৮
কক্সবাজার