কি এক অস্থির সময় যাচ্ছে আমার
সব সময় কাছেই থাকতে চাই তোমার ;
কাছে থাকেও দূরে থাকি বার বার
ভুলে যাতে চাইলেও পারি না আবার।

সারাদিন পর যখন তোমাকে দেখি
কাজের ফাকের ভাবনা গুলোয় আচ্ছন্ন থাকি;
অনেকটা সময় কাছে থাকলে, হেয়ালি লাগে
তখন আবার দূরে চলে যেতে ইচ্ছে জাগে।

কিছুটা দিন তোমায় ছেড়ে দূরে চলে গেলে
মনটা বিষণ্ণ থাকে, একা একা লাগে;
খুব দ্রুতই ফিরে আসতে চাই আবার
বুঝি না কেন এমন হচ্ছে বারবার ।

দূরে থাকলে যতটা কাছে পাই তোমায়
কাছে থাকলে হারাবার ভয়টা খুব ভাবায়;
জানি না এমনটা কি তোমারও হয়?
নাকি আমার ক্ষেত্রেই মনটা অস্থির রয় ।

দূরে থেকেও কাছে থাকা
আবার কাছে থেকেও না দেখা;
আমি কোনটাই চাই না, শুধু তোমাকে চাই
কাছে থেকেই আরও কাছে যেন পাই।

ডিসেম্বর  ১১, ২০১৭
কক্সবাজার