কারো প্রতি আমার কোন
অভিযোগ নেই
আছে কেবল একরাশ জমানো
অভিমান।


অভিমান থেকেই আমার নানা সৃষ্টি
অভিমানের কারণেই আমার ধ্বংস
অভিমানেই আমার মুক্তি
আবার অভিমানের কাছেই আমি বন্দী ।


কার প্রতি আমার অভিমান
কার কাছে আমার অভিমান
তাও জানি না
অভিমানগুলো অভিমান কিনা, তাও জানি না ।


অভিমানে যেমন জ্বলে উঠতে পারি
আবার অভিমানেই পিছিয়ে যেতে পারি।
অভিমানে নিজেকে পোড়াতে পারি
আবার পোড়া মন নিয়ে হাসতেও পারি।


শেষে মনে হয়, জীবনের প্রতিই অভিমান
অভিমানগুলো কেউ আমলে নেয় না
অভিমানে কারোরই কিচ্ছু যায় আসে না
আমারও কিচ্ছু যায় আসে না ।


জানুয়ারি ১৯, ২০১৮
কক্সবাজার