অবাক বিস্ময়
অট্ট হাসির শব্দে পদদলিত মায়া
কেবল হারাতে হয়
পাশে থেকেও থাকে না
অভিমানে কিছু আদায় হয় না।


ডুকরে কেঁদে উঠে মন
অপেক্ষার পালা হয় না শেষ
নিঃসীম অন্ধকারে হেটে চলা
সুযোগ আর আসে না
অভিমানে আর কাছে থাকা হয় না ।


সব বুঝেও না বোঝা
ক্ষমতার ব্যবহারে অপারগ থাকা
কিছু বিসর্জনে অসহায় থাকা
ছোট্ট একটি কাজ করতে না পারা
অভিমানে কিছুই অর্জন হয় না ।


প্রত্যাশা পূরণে ব্যর্থতা
ছুঁয়ে দিতে না পারা
আচমকা ঘটনায় থমকে থাকা
পুনরাবৃত্তির অপেক্ষায় না থাকা
অভিমানে তোমাকে আর পাওয়া হয় না ।


জানুয়ারি ১৬, ২০১৮