পারবি কি না –বল ?
            -সরদার আরিফ উদ্দিন


ও ছেলে তুই কাদিস কেন
আজ এই ঈদের দিনে ?
ব্যস্ত সবাই ঈদের জামা কিনে
হাট থেকে গরু কিংবা খাসি আনে।


কি বললি তুই !
ভাতই জোটে না, কাপড় কোথায় পাবি !
সবারই খাবার আছে, কুকুর বেড়াল তারও
কেবল  তোরই নাই, সবাই যে চায় আরও আরও।


তবে এমন বাঁচা, বেচেই কি লাভ
ধোঁকাই যদি খাবি !
হয় মরে যা, নয় জ্বলে উঠ
আগুন হয়ে জ্বল
ও ছেলে তুই পারবি কি না বল?


শত হাতের শত মশাল
এক কাঠীতে জ্বেলে
ও ছেলে তুই জীবন বাজি ফেলে
জ্বালিয়ে দে না, পুরিয়ে দে না
ওই সে ধোঁকার গদি
ও ছেলে তোর জীর্ণ বুকে রক্ত থাকে যদি।


ধোঁকার গদি বারবার কথা দেয়,
বছর শেষে ট্যাক্স নেয়, ভ্যাট নেয়,
তারপরও তোর জীবনটা পুড়িয়ে দেয় !


জিভ ছিঁড়ে ফেল, ঠোঁট ছিঁড়ে ফেল
মার না লাথি মুখে
আর কতকাল রইবি ঘুমে
মরবি ধুকে ধুকে।                        
----০৬।০৯।২০১৭