পঁচিশ বছর আগে, দুরন্ত মনটা ছিল
চলার গতির আগে;
কোন পিছুটান ছিল না মনে
জীবন থামকে ছিল না বছর কিংবা সনে ।


পঁচিশ বছর আগে, মনটা উড়ছিল আকাশে
বাস্তবতার বাইরে;
কোন ভয় ছিল না মনে
জিজ্ঞাসাও ছিল না জনে জনে।


পঁচিশ বছর আগে, মনটা অনড় ছিল
স্বপ্ন জয়ের নেশায়;
কোন বাধাই ছিল না মনে
সামনে এগোবার ইচ্ছেটাই ছিল প্রাণপণে।


পঁচিশ বছর আগে, মনটা খুব জেদি ছিল
অনিয়মের বিরুদ্ধে;
মাথা নত করার কোন ইচ্ছে ছিল না মনে
আপোষ করার প্রশ্নই আসেনি মনের কোণে।


পঁচিশ বছর আগে, মনটা আলোড়িত ছিল
প্রেমের শিহরণে;
না পাওয়ার শঙ্কা ছিল না মনে
পেয়েও হারাবার ভয়তো, ছিলই না কোন কালে।


পঁচিশ বছর পরে??????


জানুয়ারি ২৩, ২০১৮
কক্সবাজার