একটি সত্যকে চিৎকার করে বলা যায় না
কি অদ্ভুত এক সমাজে বসবাস
সত্যগুলো দলগত আক্রমনে মিথ্যে হয়ে যায়
মিথ্যেগুলো থরে থরে সাজানো থাকে, স্বার্থের আলমিরায় ।


সত্য মিথ্যের পার্থক্য
শব্দে সীমাবদ্ধ থাকে না,
জ্ঞানের আতশকাচে দেখা যায়, মনুষ্যত্বে খোঁজা যায়
মানবতায় অনুভব হয়, অংকের সমীকরণে হারায়।


পরাজিত সত্যগুলো শ্মশানে পোড়ে
জয়ী হওয়া মিথ্যেগুলো বেশ্যার বেশে
দ্বারে দ্বারে ঘোরে;
পড়ন্ত যৌবনে খদ্দের ছাড়া, নিজের সাথেই সঙ্গম করে ।


মে ০৩, ২০১৮
কক্সবাজার