স্বপ্নের সিঁড়ি বেয়ে আকাশ ছুঁতে চেয়েছি
পাহাড়, সমুদ্র সব দেখা শেষ করেছি;
যৌবনের উন্মাদনায় দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছি
তাকে সব সময় সঙ্গেই রেখেছি।

জানলার ফাঁকে দূর দিগন্তে জীবনকে দেখেছি
ক্ষুধার কষ্ট দিনের পর দিন ভোগ করেছি;
অহংকারী ধনীর ঝাড়বাতির ঝলকানি মেনে নিয়েছি।
তার কাছেই অস্থির যন্ত্রণায় আশ্রয় পেয়েছি;

ভিনদেশী পাখির কাছে বাঁচার কৌশল শিখেছি
জীবন যুদ্ধে নিজেই অংশ নিয়েছি;
আধুনিক সভ্যতায় মানুষের হিংস্রতা দেখেছি
রাতে তারই উষ্ণতায় বেঁচে থাকেছি।

ধ্যান মগ্ন মৌন ঋষির মত, কষ্টে কুঁজো হয়েছি
ব্যস্ত নগরে টোকাই এর সাথে ষ্টেশনে ঘুমিয়েছি;
ঘামে ভেজা শ্রমিকের শ্রম শোষণ দেখেছি
তার কাছেই সব শেয়ার করে মুক্তি পেয়েছি ।

দিনের পর দিন চেষ্টার ফল পেয়েছি
ফেলে আসা দিনগুলো খুব করে মনে রেখেছি;
একেকটি সিঁড়ি বেয়ে উপরে উঠেছি
তাকে নিয়ে পাশাপাশি হেটে সফলতা উপভোগ করেছি ।

আজও সেই একই জীবনকে বয়ে বেড়াচ্ছি
মনের ভেতর তোলপাড় করা এক কষ্ট অনুভব করছি;
জীবনের প্রতিটি পরতে যার অনুভব পেয়েছি
তাকে হারিয়েই আজ আমি নিঃস্ব হয়েছি।

ডিসেম্বর ১৫, ২০১৭
কক্সবাজার