আমি যখন লিখতে বসি
কেবল তখনই নিজেকে দেখতে পাই
আমি আমার সাথে একাত্ম হতে চাই
মানুষ হয়ে যাই

মুখোশ বিহীন এক সত্ত্বার সাথে
আমার লড়াই চলে
এভাবেই দিনে ও রাতে
ক্রাঞ্চ মডেলের ছাঁচে সময় কাটে

সারাদিনের মিথ্যেগুলো
আঘাতেঁ, প্রলোভনে , বিভ্রান্তির জলে
মানিয়ে নিতে লোভের জাল ফেলে
অনিশ্চয়তাগুলো সামনে ধরে মেলে

ভেজা কাকের ন্যায়
রাতের আঁধারে আশ্রয় খুঁজি
হাজারো মুখগুলো সামনে ভাসে
মানবাকৃতির খোলসে অভিনয়টাই পুঁজি

প্রকৃতির ফ্রেমে জীবনের নুতন মানচিত্র
সঙ্ঘবদ্ধ মুখোশেরা প্রতিনিয়ত একত্র
রাতের লেখাগুলো দুমরে মুচড়ে পড়ে থাকে যত্রতত্র
প্রতিদিনের পুনরাবৃত্তি, পৌনঃপুনিক মন্ত্র

কক্সবাজার
ফেব্রুয়ারী ০৪, ২০১৯