ভুল প্রক্রিয়ায় বন্ধন
উপায়হীন ভুলে ভুলেই জীবন যাপন
প্রাকৃতিক নিয়মে ভুলের প্রজন্ম
ভুল পথেই চলা আজন্ম

ভুল পথেই বেড়ে ওঠা
ভুল শিক্ষা, ভুল জীবন দর্শন
ভুলে ভরা পেশা নির্বাচন
ভুল আবেগে ভুল পার্টনার সিলেকসন

ভুল বন্ধন, ভুল বন্ধু নির্বাচন
ভুল সময়ের উদযাপন
ভুলগুলো ভুলে থাকার চেস্টা অনন্তপ্রান
ভুল করে আবার প্রজন্মের আহ্বান

নুতন প্রজন্ম, ভুলে উল্লসিত প্রান
ভুল নৈতিকতা শিক্ষা দান
ভুল জমানায় এখন তখন যায় প্রান
ভুল ধারনায় ভুল জীবনমান

ভুল রাজনীতি, ভুল সমাজনীতি
ভুল হলেও এখানে সেখানে স্বজনপ্রীতি
বোকারা ভুল করে চর্চা করেন মূল্যবোধের নীতি
প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত ভুলের নেই ইতি

মিরপুর, ঢাকা
নভেম্বর ১৪,২০২০