প্রকৃতির নিজেরই পূর্ণতা থাকে
প্রতিদিন নিজেকে নুতন রূপে সাজিয়ে রাখে;
কখনও বিষণ্ণতার ছবি নিজের গাঁয়ে আকে
আবার, কখনও উৎফুল্লতার রঙ রাখে প্রতি বাঁকে ।


পূর্ণতা থেকে অপূর্ণতা দেখা যায় না
এক পূর্ণতা অন্য পূর্ণতার ছবি দেখে না;
পূর্ণতার অহংকার, করে তোলে দুর্নিবার
অপূর্ণতা দেখার সময় থাকে না একটিবার ।


তোমার পূর্ণতা আমার অহংকার
সীমাবদ্ধতাগুলো নিরাকার;
প্রকৃতির পূর্ণতা, মানুষের দ্রোহে মলিন
মানুষের পূর্ণতা স্বল্পকালীন।


অর্থের প্রভাব আবার সুখ নিদ্রার অভাব
জ্ঞানের অহংকার, ক্ষমতার কাছে আত্মসমর্পণের স্বভাব;
সুখী দম্পতির দুঃখবিলাস
অভুক্ত পথশিশুর, উচ্ছিষ্ট খাবারের উল্লাস ।


পূর্ণতার ভরকেন্দ্রেক তুমি আর আমি, তখনও ছিল অপেক্ষা
নিজেরদের পূর্ণতায় প্রকৃতির সৌন্দর্য উপেক্ষা,
আজ অবধি তুমি আর এলে না
প্রকৃতি পূর্ণতা পছন্দ করে না ।


এপ্রিল ০৯, ২০১৮
কক্সবাজার