প্রশস্ত রাস্তাটি জীবনের সমীকরণ
-সরদার আরিফ উদ্দিন


রাস্তাটি বেশ প্রশস্তই ছিল
এবড়ো থেবড়ো, কাকর বিছানো;
দ্বিতীয় স্তরটা বেশ শক্ত যেন শান বাধানো
উপরেরটা ছিল না চোখ ধাঁধানো।


আমরা দুজন রোজই হাঁটতাম পাশাপাশি
স্বপ্নে বিভোর আর ছিল উচ্ছল হাসাহাসি;
ভাবতাম এ পথেই মরন যাত্রা হবে
একজন আগে, একজন পরে, তবে।


রাস্তাটা আমরা যত্নে, আগলে রাখতাম
নিজেদের অস্তিত্বের প্রয়োজন ভাবতাম;
আমাদের দুজনেরই অর্জন, প্রান জুড়াতাম
পাশাপাশি হাঁটতাম, বারবার ফিরে তাকাতাম।


হঠাৎ রাস্তাটি সরু হতে লাগলো
অযত্ন কিছুটা ছিল, অন্যের আক্রোশও ছিল;
অনেক চেষ্টা করলাম, সরু হয়েই চললো
সরু হতে হতে, আগের প্রশস্ততা হারালো ।


এখন আর পাশাপাশি হাটতে পারি না
একে অপরের উষ্ণতার ছোঁয়া পাই না;
বুঝতে পারলাম না, সরু হওয়ার কারন
প্রশস্ত রাস্তাটা জীবনেরই সমীকরণ ।


অক্টোবর ১৭. ২০১৭