প্রতিবাদহীন সময়ের মেরুদণ্ডহীন মানুষ
গা বাঁচিয়ে চলা মধ্যবিত্ত, আকাশে ওড়ায় রঙিন ফানুস ;
নিম্নবিত্তের সময় নেই, ভাতের চিন্তায় দিন পার
প্রতিবাদের সক্ষমতা, বুলেটের গুলিতে ছারখার।


বিবর্তনের ধারায়, সেবাদাস কাল চলছে
পদলেহনের নামকরণ ‘সেবাদাস’, সকলেই মানছে;
ন্যায় অন্যায় নাকি আপেক্ষিক, প্রেক্ষিত মেনে চলে
প্রতিবাদের ভাষা অর্থহীন, স্বার্থের গন্ধ পেলে ।


সেবাদাসরাই  সেক্রেটারি, প্রফেসর, উপাচার্য
কেউবা আবার গনতন্ত্রের মিত্র;
মৃত্যুর পর বিশ্বায়নের স্বর্গে
পদলেহন আর সেবাদাসরা আবারো থাকবে একত্রে ।


প্রতিবাদ নেই অফিসে, চাকরি যাবার ভয়
প্রতিবাদ নেই সমাজে, সম্পর্ক রাখতে হয়;
প্রতিবাদ নেই পরিবারে, সাম্যতা রয়
প্রতিবাদ নেই রাষ্ট্রে কিংবা বিশ্ব দরবারে, রাজনীতির মাঠে থাকতে হয় ।


প্রতিবাদহীনতার নুতন উপনিবেশ
তেল রঙে আঁকা চিত্রে, সুখের আবেশ;
প্রতিবাদহীন মানুষের ক্রেতা
উলঙ্গ হাসিতে নিজের অস্তিত্ব জানান দেয়, জারী করে নুতন ফতোয়া।


ফতোয়ার চাঁদরে আটকে পরে প্রতিবাদী মানুষ
অস্তিত্বের প্রশ্নে মাথা নোয়ায়, করে আপোষ;
দ্বন্দ্বে, আক্রোশে, ঘৃণায়, আপমানে সময়ের কাছে আত্মসমর্পণ
প্রতিবাদহীন সময়ের নির্লজ্জ উদযাপন ।


মার্চ ৩১, ২০১৮
কক্সবাজার