প্রতিভার পেট্রোল উস্কে
দেয়ার জন্য যথেষ্ট
অথচ প্রতিনিয়ত দেশলাই খুঁজি
সামান্য আলোর প্রত্যাশায়

চোখ বুজলেই যা দেখতে পাবার কথা
হৃদয়ের গভীরে
তা প্রতিনিয়ত দেখি গায়ের জোড়ে
বাধ্য হয়ে, ভয়ে কিংবা বেঁচে থাকার লোভে

যৌবনের প্রতিটি লোমকূপে
থাকে বার্ধক্যের ইশারা
অথচ অবজ্ঞা করে চলি নিজেদের নির্বুদ্ধিতায়
চাইলেই তা উপভোগের মাত্রা হতো


জানুয়ারী ১৪, ২০২১
মিরপুর, ঢাকা