প্রভু, আত্মসমর্পণ গ্রহন করো
আর পারছি না;
সব বিশ্বাস ভেঙে পড়েছে
আস্থার শেকড় নড়বড়ে হয়ে গেছে ।


পূর্বপুরুষের ধারাবাহিকতার
মূল্যবোধে ঘুণে ধরেছে;
খণ্ড বিখণ্ড বর্তমান, নতজানু ভবিষ্যৎ
ফেলে আসা চাকচিক্যের অতীতে মরিচা পরেছে।


সিদ্ধান্তের শক্তি আলিঙ্গন করে অদৃষ্টের সাথে
সামর্থ্যের শেষ ফোটা বিচলিত থাকে প্রতি পদে
উচ্ছাসহীন স্বপ্নেরা আকাশে উড়ে
প্রতিজ্ঞাভঙ্গের জ্বালা মস্তিষ্কে নির্বিচারে বিচরণ করে ।


সম্পর্কের আবরণে ছদ্মবেশী আশ্বাস
তড়িৎ গতিতে ফিরে ফিরে আসে গাঢ় সর্বনাশ;
সমান্তরাল প্রবাহে চলে কুচক্রী মহলের প্রতারণা
অদৃশ্য শেকলের ভারে নুইয়ে পরে স্বপ্নযাত্রার কল্পনা ।


প্রভু, আত্মসমর্পণ গ্রহন করো
আর পারছি না ............


এপ্রিল ০৩, ২০১৮
কক্সবাজার