অসীম যাত্রায়
খুব সহজ বাহন ছিল
অনাদরে, অবহেলায়
তা হারিয়ে ফেললাম

সহজকে কঠিন
করার দায়ভার
একান্তই আমার নিজের
আর কোন সহজ পথ নেই

মুক্তির ভুল নিশানা
গন্তব্যের ঠিকানা অজানা
অহেতুক দেনা পাওয়া
সব হারিয়ে ভুল ভাবনা

অস্তিত্বের তীব্র সংকট
প্রায়শ্চিত্তের দহনে নেভে না
নিদারুন দিনগুলো
পরস্পরকে ছাড়ে না

ফেব্রুয়ারী ০২, ২০২২
দুপুর ২টা
মিরপুর, ঢাকা