ভালবাসার ঋণ শোধ হয়
অনুভবের যন্ত্রণা নিয়ে;
জন্মের ঋণ শোধ হয়
মৃত্যু দিয়ে।


সীমাবদ্ধ সময়ে আকাঙ্খার ঋণ
সুদে আসলে ফেরত চায় একদিন;
ফেরী করা স্বপ্নদের আক্রমনে
পাজরের হাড় ভাঙ্গে সঙ্গোপনে ।


নিঃসঙ্গতার বেলুন ফাটে
মস্তিস্কের রক্তক্ষরণে;
দরিদ্রতার ঋণ শোধ হয়
নিশ্চিন্ত ঘুমের ওমে ।


দ্বিধায় জড়িয়ে পড়া ভবিষ্যৎ
ফিরে আসে বুক পকেটে;
বর্তমানের ঋণ শোধ হয়
নস্টালজিয়ায় গভীর রাতে ।


ছোট মাপের জীবন ব্যাসার্ধ
অনভিজ্ঞতায় ভুল অঙ্কন;
জীবনের ঋণ শোধ হয়
নিজের রক্তে পিপাসা মেটে যখন ।


মে ১৫, ২০১৮
কক্সবাজার