প্রায় প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে যাই
এখানে ওখানে ঘুরে বেড়াই;
রোহিঙ্গাদের সাথে চা নাস্তা খাই
ওদের কষ্টের কূল কিনারা খুঁজে না পাই।


ঠিকানাহীন মানুষের অসহায় চাহনি
নীরবে শুনি ওদের অব্যক্ত কাহিনী;
ভবিষ্যৎ আর স্বপ্ন, নোনা জলে ভাসে
ক্ষমতার মসনদে বসে কেউবা হাসে।


লাঠির গুঁতোয় যেমন এগোয় গুরুর পাল
অনেকটাই তেমন রোহিঙ্গাদের হাল;
মিলিটারির রক্তচক্ষু, রিলিফের লাইন
ক্যাম্পে বন্দি জীবন, মানবিকতার আইন।


ডিফথেরিয়া, ডায়েরিয়া ভয়াবহ আতঙ্ক
চলছে টিকা প্রদান, নানাজনের নানা অঙ্ক;
এরপর আসবে কলেরা, পোলিও
দিন শেষে ওয়েবসাইটে সব সংস্থার পোর্টফলিও ।


অসচেতন,  অপরিষ্কার, অশিক্ষা, ধর্মান্ধ
মানুষ কিনা জানি না, ওদের গায়ে দুর্গন্ধ;
রোগ ছড়াবার জন্য এগুলোই যথেষ্ট
এসবের কারন রোহিঙ্গা, যতই থাকুক মনে কষ্ট ।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার