উদ্বাস্তু রোহিঙ্গার আবার প্রেম কি?
মানুষ যদি হতে পারিস
তবেই প্রেমের কথা বলতে আসিস;
তা নয়তো রিলিফ খেয়েই বেঁচে থাকিস।


নদীর তীর ঘেঁষে একদিন দুজনে হেঁটেছিল
সেই নদী পাড়ি দিয়েই গতমাসে উদ্বাস্তু  হয়েছিল;
রাজনৈতিক খেলোয়াড়দের উল্লাস দেখেছিল
প্রেমিকের দগ্ধ পোড়া লাশ চোখের সামনেই ছিল।


এখন তোর পরিচয় উদ্বাস্তু রোহিঙ্গা
তোর জীবন চলবে ভিক্ষে মাঙ্গিয়া;
রোহিঙ্গা যুবতীর মনে প্রেম থাকতে নেই
আগের প্রেমের দহনে পোড়ার সুযোগও নেই।


প্রেমের শিহরনে মন ভাসছিল
হাতে হাত রেখে ঘর বাধার স্বপ্নে বিভোর ছিল;
চোখের পাপড়িতে আদর মাখানো দিন ছিল
হদয়ের তাপে পোড়ান মুঠো মুঠো সুখ ছিল।


রাজনীতি প্রেমে অজ্ঞ, ক্ষমতায় অন্ধ
রাজনীতিবিদের প্রেমের মাহাত্ত্য বোঝা দুঃসাধ্য;
রোহিঙ্গা যুবতীর প্রেমের জল কণা
গতকাল তাকে ক্যাম্পে দেখেছিলাম খুবই আনমনা।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার