আধুনিকতার মোহে থেকে
আমি আমার রক্ত অস্বীকার করি;
রক্তের ঋণ ভুলে গিয়ে
নিজের অহংকারের ফাঁদে পরি ।


রক্তের দামে কেনা দেশ
মাটির রস চুষে আছি তো বেশ;
ভাবছি এবার যেতে হবে বিদেশ
দেশের প্রতি তৈরি হয়েছে বিদ্বেষ ।


মাঝে মাঝেই খুব কষ্টে ভুগি
কিভাবে মাটি ও মানুষকে ভুলি;
যাদের ট্যাক্সের টাকায় লেখাপড়া শিখেছি
তাদের ঋণ শোধ না করে পালিয়ে যেতে চলেছি।


দেশের কাছে ঋণ, মানুষের কাছে ঋণ
সবার উপরে আছে বাবা মায়ের কাছে ঋণ;
যখন দেখি নষ্ট রাজনীতি,সব ভুলে যাই,
অকর্মা রাজনৈতিক দেখে অভিমানে পালাতে চাই।


জানি পালিয়ে যাওয়া সমাধান নয়
পরের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভয়;
নষ্টদের সাথে থেকে নষ্টই হবে
তবে কি প্রজন্মের পর প্রজন্ম ঘুরপাক খাবে?


এসব কথা কেউ শুনবে না, মানতে চাইবে না
নিজের কাছেও নিজের ক্ষমা হবে না;
রক্তের ঋণ যাই থাক, প্রজুন্মকে বাঁচাতে হবে
তাই অনিচ্ছা সত্ত্বেও পালাতেই হবে।


ডিসেম্বর  ০৮, ২০১৭