মৃত্যুতেই  হারায় না সব
কেবল মৃত্যুই নয় কষ্ট সব;
মৃত্যু একটি উছিলা মাত্র
কষ্ট দেখানো যায় যত্রতত্র ।


আচ্ছে কিন্তু নাই এর কষ্ট
বলা যায় না, ছোঁয়া যায় না
দেখানো যায় না;
বুকের ভেতর ধিকি ধিকি জ্বলে, স্পষ্ট।


কাছেই আছে কিন্তু নেই
ছুঁতে পারি আবার পারি না
নিজের বলেই ভাবতে চাই;
আবার কোথায় যেন আটকে যাই!!


অনেককিছু বলতে চাই
আবার না বলেই ফিরে যাই;
রক্তের ছোঁয়ায় হৃদয়ে শান্তি পাই
অহ! কেবল দূর থেকে দেখে যাই।


নভেম্বর ১৪, ২০১৭