তোমার শরীরে রক্ত লাল শাড়ি
আর দেখা হোল না;
শাড়িতে তোমাকে দেখার অপেক্ষা
আজও শেষ হোল না ।


অপেক্ষায় থাকি, কখন শাড়ি কেনার বায়না ধরবে
একটা নয়, কমপক্ষে এক ডজন কিনে আমার মন ভরবে;
অন্য কিছুতে যতটা কৃপণতা করতে পারি
শাড়ি কেনায় ততটাই উদার হতে পারি ।


শাড়িতে তোমার অবয়ব, কল্পনা আমার
স্রষ্টার শ্রেষ্ঠ কীর্তি, কৃতজ্ঞতা বারবার;
শাড়ি পড়া অন্য নারীতে তোমায় দেখি
দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি, ভুল ভাঙে, নিজেকেই নিজের ফাঁকি।


শাড়ি পড়া নারী, কোলকাতার বাংলা ফিল্মে দেখি
তোমাকে রিপ্লেস করি, যদিও জানি মেকি;
কল্পনায় উপভোগ করি, তোমাকে খুঁজে ফিরি
সামান্য চাওয়াটুকু বাস্তবে খুবই মিস করি।


প্রতিদিন বিকেলে, ফেরার পথে ভাবি
আজ নিশ্চই শাড়ি পড়ে চমকে দেবে তুমি;
আজ হল না, কাল তো হবে
অপেক্ষায় অপেক্ষায়, কেটে গেল জীবন তবে!!!


মার্চ ৩১, ২০১৮
কক্সবাজার