চাঁদ কখনো পূর্নভাবে
কখনো বা অর্ধপুর্নভাবে
প্রকাশিত হয়, বিকশিত হয়
কিন্তু কখনোই স্বাধীন ছিল না
সূর্য্যের প্রতিবিম্ব আলোয় চাঁদ
মায়াবী হতে পারে
মোহচ্ছন করতে পারে, কিন্তু
দিনশেষে পরাধীনতায় আবদ্ধ হতেই হয়

স্বাধীন সত্ত্বা বলে
আদৌ কিছু আছে কি না
আমার সংশয় আছে
সবাই কোন না কোন ভাবে
কারো না কারো কাছে পরাধীন
শুধু একটি সত্ত্বা ছাড়া
তাহলে আর অস্বীকার করার
দ্বিধান্বিত হয়ে পড়ার কি মানে থাকতে পারে??

স্বপ্নগুলোকে স্বাধীন সত্ত্বা
বলে ভাবতে ভালো লাগে
কিন্তু স্বপ্নরাও নানাভাবে প্রভাবিত
আমি তুমি কিংবা সে
ক্রমাগতই প্রভাবিত করি স্বপ্নকে
স্বপ্নেরা নানাভাবে দ্বিধান্বিত হয়ে পরে

মানুষের আছে মুক্ত বুদ্ধি ও
চিন্তা করার স্বাধীনতা
তবে যুদ্ধ কেন বাঁধে?
পরাধীন করে রাখতে চাওয়ার স্বাধীনতা
মৃত্যুর মুখোমুখী সকল স্বাধীন সত্ত্বা
স্বাধীনতার কোন অস্তিত্ব দেখাঁ যায়?
দেখাঁ যাবে?

স্বাধীনতা কেবল এক অদৃশ্য সত্ত্বার
আপনি মানেন কিংবা নাই মানেন
তাতে কিচ্ছু যায় আসে না
কারোরই না

অক্টোবর ২৪, ২০২১
টোলারবাগ, ঢাকা
রাত ৮টা