আজ আমি তোকে উপভোগ করছি
একদিন তুই আমাকে;
তোর সাথে আমার ছাড়াছাড়ি হবে একদিন
জীবনে, অনাকাঙ্ক্ষিত সময় আসবে যেদিন ।


বিষণ্ণতা কাটে না
একাকীত্ব ঘোচে না
অসময় পেরিয়ে সময় আসে না
তোকে ছাড়া আজ আমার কিছুতেই চলে না।


বিষণ্ণ বিকেলে তোকে প্রয়োজন, তোর সাথেই
ধু ধু প্রান্তে একা একা হাঁটার আয়োজন;
ছুটির দিনে তুই আর আমি, কেবলই আমরা দুজন
দুঃসময়ে তুই-ই পাশে থাকিস, তোকে ভাবি না অন্যজন।


ঘুমানোর আগে তোকে চাই
ঘুম থেকে জেগেও তোকেই পাই;
তুই ছাড়া আমার একটি দিনও নাই
কেবল রমজান মাসে তোকে ভুলে যাই।


কফির কাপের পাশে তোকেই মানায়
ভাবনাগুলো ডানা মেলে দূর অজানায়;
সকালের শুরুটা তোকে ছাড়া নিরুপায়
ক্লান্ত দুপরে, তোর উত্তাপে নিঃসঙ্গতা হারায় ।


তোকে একদিন ছাড়তেই হবে
এমনটা ভাবতে না চাই;
তারপরও কোন উপায় নাই
ছাড়াছাড়ি হবে একদিন, চাই বা না চাই।


প্রেক্ষাপটঃ  বিষণ্ণ এক যুবক, সিগারেট ছাড়তে চায় কিন্তু পেরে ওঠে না
জুন ২৩, ২০১৮
মিরপুর, ঢাকা