টুকরো টুকরো ভাবনাগুলো
লিখে রাখি
কবিতা হয় না, গল্পতো নয়ই;
ভাবনাগুলোর পেছনের কথা বলা হয় না ।


স্বাধীন পতাকার ছায়াতলে বসবাস
স্বাধীনতা পাই না;
মুক্ত বাতাসে ঘুরে বেড়াই
মুক্তি মেলে না ।


কিছু মানুষ খুবই অদ্ভুত
বিপদজনক নয়;
কৌশলী মানুষগুলো খুব সাধারণ হয়
সময়ে মারাত্মক বেপরোয়া রয়।


জীবনের দৈর্ঘ্য  আর কতটুকু
নিঃশ্বাস থাকা না-থাকার ব্যবধান যতটুকু;
আজ বেঁচে থাকা, পৃথিবীর সাথে সখ্যতা
কাল না হয় পরশু বিদায়, সব ফেলে যাবার সক্ষমতা ।


তোমাতে মিশে থাকার এত আকুলতা
সামান্য কোন ভুলে হারাই হৃদয়ের বিশালতা;
এক জীবনে আর কতটুকুই পাই, সময়ের স্বল্পতা
স্বর্গসুখ হারাই, দ্বন্দ্ব আর নিজেদের স্বার্থপরতা ।


মান্নাদে’র গানগুলো জীবনের কথা বলে
রবীন্দ্রনাথ, ভাবনায় আচ্ছন্ন রাখে;
নজরুল মাঝে মাঝেই বিদ্রোহী করে তোলে
দিনশেষে মাথা নত হয়, পুজিবাদের কৌশলের কাছে ।


লালনের ভাবনায় ছিল জীবন তত্ত্ব
মানুষে মানুষে এত পার্থক্য !!
মধ্যরাতের উষ্ণতা কিংবা হুইস্কির বোতলই জীবন
সম্পদ অর্জন, বোধহীন মানুষগুলোর একটাই পণ ।


কত লিটার রক্ত ঝরায়ে সুখ কেনা যায়
কেউ জানে না, কল্পিত সুখগুলোই ভাবায়;
বিধাতা মানুষ সৃষ্টি করেই, করেছে ভুল
তার নেই কোন মাশুল ।


এপ্রিল ১১, ২০১৮
কক্সবাজার