শব্দের অনুপস্থিতি মানে
আমার অনুপস্থিতি নয়
আমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনার অনুপস্থিতিও নয়

নীরব হয়ে ওঠা
আর নীরবতা অভ্যাস করা
ভিন্ন মাত্রা ধারন করে

আমি অনুপস্থিত থেকে নীরবতার অভ্যাস করি

জুলাই ২০, ২০২১
মিরপুর, ঢাকা