শব্দের রাজনীতি
                    -সরদার আরিফ উদ্দিন


শব্দের পেছনে ও রাজনীতি থাকে,
রাজনীতি বুঝি না কিন্তু
রাজনীতির স্বীকার হই প্রতিনিয়ত।


উচ্চবিত্ত শব্দটি কেমন যেন
বেপরোয়া, উৎশৃঙ্খল আর তীব্র গতির জানান দেয় ।
আবার নিম্ন বিত্ত মানেই
করজোড়ে মিনতি করা, ক্লান্ত শ্রান্ত জীবন পথিক ।
মধ্যবিত্ত, আপোষ করে টিকে থাকা
ক্রমাগত ছুটে চলা, জীবন বাজীতে চিন্তিত এক মুখ ভেসে উঠে ।


ভালবাসা শব্দটি কেমন তুলতুলে পাখির ছানা
কিংবা, আকাশে ভেসে বেড়ানো মেঘের পরশ;
শব্দটি কেমন যেন মনঃ দৈহিক কম্পন তৈরি করে;
কিন্তু বিরহ, দলবেধে ছুটে চলা নেকড়ের দল
মনে হয়  পুরো শরীর বেধে রাখা একটি শিকল;
শৃঙ্খলিত জীবন কিংবা পরাজিত এক সৈনিক ।


রাজনীতি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব
আমার কাছে মিথ্যের বেসাতি কিংবা
মিথ্যে প্রলোভনের ফেরিওয়ালা ছাড়া আর কিছুই মনে হয় না ।
কিন্তু শিক্ষক, মানুষ গড়ার কারিগর
মোমের মত, নিজে নিঃশেষ হয়ে,
জগতকে আলোকিত করার নিরন্তর প্রচেষ্টা ।


শব্দগুলোই নানাভাবে প্রভাবিত করে, পরিচালিত করে;
জানান দেয়, কখন কি করতে হবে, মরতে হবে কখন;
শব্দের রাজনীতিও মোচড় দেয় যখন তখন।
১৬।০৯।২০১৭