উনি অপেক্ষায় থাকেন
কখন সমাপ্তি ঘটবে, সম্মানজনক সমাপ্তি;
হাল ছেড়েছেন বহু আগে, অপেক্ষা ছাড়েননি
দামি কাপে কফির আসল স্বাদ পাওয়া যায়নি ।


ব্যাটিং এ বিপর্যয় ঘটে
রেফারী থাকে না মাঠে;
রিমোট কন্ট্রোল যুগে, স্ক্রিনেই সব দেখে
চাকচিক্যে মুগ্ধ হয়ে সিদ্ধান্তের বোতাম টেপে ।


তিনি সভ্য পেয়ালায় বন্দিত্ব চাননি
নাট্য মঞ্চের স্ক্রিপ্ট লিখেননি;
গনমানুষের সেবাদাস হতে চেয়েও পারেননি
অপেক্ষায় থাকেন, সিদ্ধান্তের বানী এখনো ইথারে ভাসেনি ।


হাহাকার তাড়িয়ে বেড়ায় অদৃষ্টের সময়কে
আর, যন্ত্রণার পাথরগুলো হৃদয়কে;
নিরপরাধ জ্ঞান জন্মে দেয় শত্রুতা
আবার, ধার করা জ্ঞানে চলে আধুনিকতা ।


ফিরতে হবে অন্য কোন নোংরা শহরে
একই বিপর্যয় হয়তো আসবে ফিরে;
তখনও হাল ছাড়বেন  না কিন্তু সমাপ্তি ঘটবে
এভাবেই একদিন পৃথিবীকে বিদায় জানাবে ।


এপ্রিল ০৬, ২০১৮
কক্সবাজার