অনেক কষ্টে গড়া স্বপ্নের ইমারত
ইটের পর ইটের গাঁথুনি
সিমেন্টের প্রলেপ অতঃপর
সাজানো ফার্নিচার;


ঝরে কাপে, সাইক্লোনে নড়ে ইমারত
দুলে উঠে, ভেংগে পরে না;
পাশের প্লটে আকাশ ছোঁয়া নির্মাণ
নিকষ কালো অন্ধকার, সূর্যের আলো আসে না;


চাদের মায়াবী আলো ঘরে ঢোকে না
আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় পেরে উঠে না;
চারদিকে আরও আকাশ ছোঁয়া নির্মাণ
শ্যাওলায়, স্যাঁতস্যাঁতে মলিন হয় অহংকার;


প্রথম ভূমিকম্পে ইমারত কেপে উঠলো
কিছুটা ইট কনক্রিট ঝরে পড়লো;
সরব প্রচেষ্টায় আবারও বিনির্মাণ হোল
শুধু একটি ফাকা অংশ অযত্নেই থাকলো;


আশংকা আর আতংকে দিন পার
উদযাপন আর হল না, কেবলই দিন যাপন;
সময়ের বিনিয়োগ, নুতনের আগমন
ইচ্ছেগুলো ডানা মেলে, আকাশে উড়ার নুতন পণ;


আবারও ভূমিকম্প নড়বড়ে ইমারত
তীব্র আকাঙ্ক্ষা, ধরে রাখার কসরত;
ফাকা অংশে প্রবল ঝাকুনি, উপেক্ষার ফসল
ভেঙ্গে পড়লো ইমারতের ভীত যেগুলো ছিল আসল;


ভুলটা ছিল কোথায়;
প্লট চয়েস, ভুল ডিজাইন নাকি ফাউন্দেসন
নাকি ইট কাঠ সিমেন্টের গুণগত মান;
আরেকটু ভেবে বলি, নাকি পাশের প্লটের আগ্রাসন?


এবারের ভুমিকম্প একটু বেশী
সময় এবং রিক্টার স্কেলে একশতে আশি;
বিনির্মাণের বৃথা চেষ্টা, দীর্ঘশ্বাস মনে
নিজ হাতে গড়া ইমারতের ধ্বংসস্তূপ, চোখেরই সামনে ।


অক্টোবর ২৮. ২০১৭