কেঊ কেই দুধ বেঁচে মদ চায়
কেউ বা আবার মদ বেঁচে দুধ খায়;
মানুষের চাওয়া গুলো খুবই আজব
মাঝে মাঝে বনে যাতে হয় তাজ্জব।


কেউ কেউ শরীর বেঁচে ভাত পায়
আবার কেউ ভাত খেয়ে শরীর চায়;
শরীরের ভাবনায় মানুষ থাকে উন্মাদ
আবার শরীরেই হয় নুতন প্রজন্মের আবাদ।


শরীরের আকর্ষণ থাকে সবার আগে
ধীরে ধীরে মনের ব্যাপারটা আসে পরে;
শরীর নিয়ে খেলা জীবনের একটা ক্ষুদ্র অংশ
অথচ শরীরের ভাবনাই থাকে অনেকাংশ।


কষ্টগুলো লুকিয়ে থাকে মনে
কিন্তু প্রভাব পরে শরীরের সব কোণে;
শরীর দেখানো কোন কোন প্রফেশনের অংশ
আবার শরীর দেখতে গিয়ে কেউ হয় ধ্বংস।


শরীর কি সম্পদ নাকি আপদ?
কতটা সম্ভাবনা আর কতটা বিপদ?
শরীরের দাম কার কাছে কত?
সবই নির্ভর করে ভাবনায় শরীর থাকে যত।


ডিসেম্বর ০৭, ২০১৭