স্রষ্টা নাকি নিরেপেক্ষ!!
হাজারো উদাহরণ দেখি পক্ষপাতিত্ব;
কারণটা অজানা
প্রমাণগুলো নয় অচেনা।


অক্ষমদের জয়ের উল্লাস
জীবনভর থাকে সুখবিলাস;
সক্ষমদের পরাজয় বরন
ব্যখার মারপ্যাচ, নানা ধরন।


অপরাধী অপরাধ করেও পার পায়
ইতিহাস সাক্ষী, নিরপরাধ অভিযুক্ত হয় বার বার;
ঈশ্বরের হাত নেই, মানুষেরই দায়
আবার ঈশ্বরের গুণকীর্তনেই দিন যায় ।


ধোঁকাবাজরা মুঠো মুঠো সুখ কুড়োয়
বিচারপ্রার্থী আমজনতা দ্বারে দ্বারে বেড়ায়;
একালে, ঈশ্বর বিচারে হাত দেবে না
পরকালে আবার ঈশ্বরের কৃপায়, সবারই মুক্তির সম্ভাবনা।


পরকালে সুখের মুলো ঝুলে
নিশ্চুপ অভিব্যক্তি, অন্যে দিলে কান মলে;
একালে সেক্রিফাইস, পরকালে সীমাহীন সুখ
অপরাধ যাই হউক, শেষ তওবায় দেখা মেলে ঈশ্বরের মুখ।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার