সামনে ধু ধু মাঠ, দিগন্ত রেখা
বারান্দায় দাড়িয়ে দেখা,
আলো আধারের ছোঁয়া
কিছুটা আবছা ধোয়া ।


রোদের তীব্রতা বাড়ে
ছায়াগুলো নিজের কাছেই হাড়ে;
উষ্ণতায় চোখ বোজা, মনে স্বপ্ন আকা
পুরো ঘরে আলোর অপেক্ষা।


চাঁদের মায়া আর সূর্যের তেজ
দুটোই চাই, থাকতে চাই সতেজ;
আলোকিত হতে চাই নিজে
রাঙাতে চাই তোমায়, আলোর উৎস সেজে।


গানের উৎসটা ছিলে  শুধুই তুমি
সুর আর লিরিক্সটা দুজনের, তুমি আর আমি,
গাইতে চেয়েছিলাম এক সাথে, চোখে চোখ রেখে
সূর্যের আলোয় বসে, তোমায় গায়ে লেপটে থেকে।


বাজপাখির ডানা এত বড় হয়!!
সূর্যের থালাটা একপাশে পরে রয়;
ধীরে ধীরে ছায়াগুলো বড় হয়
দুজনের স্বপ্নটা পলাতক রয়।


নভেম্বর ১২, ২০১৭